হোম অন্যান্যসারাদেশ নড়াইলে নানা আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত

নড়াইল অফিস:

বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে নড়াইলে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে ৫ আগস্ট শনিবার সকাল ৬টায় শেখ কামালের রুহের মাগফেরাত কামনা করে শহরের মহিষখোলা হাফেজিয়া মাদ্রাসায়, বরাশুলা ক্যাডেট ফাজিল মাদ্রাসায়, তাসরীন সুলতানা হাফেজিয়া মাদ্রাসায় ও মাছিমদিয়া হাফেজিয়া মাদ্রাসায় পবিত্র কোরান খতম করা হয়। সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ,ফলজ ও বনজ গাছের চারা বিতরণ। বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শেখ কামালের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা ও স্মৃতিচারণ। বাদ জোহর নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদ, রুপগঞ্জ জামে মসজিদ, জেলা পরিষদ জামে মসজিদ ও পুরাতন বাস টার্মিনাল জামে মসজিদে তাঁর রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল,বিকেল ৫টায় বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ ষ্টেডিয়ামে চারিখাদা সৃজনী সংঘ বনাম এগিয়ে চলো ফুটবল একাডেমির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টায় টাউন কালিবাড়ি মন্দির ও রুপগঞ্জ কালিবাড়ি মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। এছাড়া আগস্ট মাসব্যাপী দৃষ্টিনন্দন ব্যানার প্রদর্শন করা হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী জানান, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এই সকল কর্মসুচিতে অংশ গ্রহন করেন জেলা প্রশাসক ,পুলিশ প্রশাসন,সিভিল সার্জন অফিস,আনসার,ফায়ার ব্রিগেড ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারি অফিস সমুহ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন