নড়াইল অফিস :
নড়াইলে দৈনিক সময়ের আলো পত্রিকার ২য় প্রতিষ্ঠাবার্ষিকি পালিত হয়েছে। এ উপলক্ষে ২ মার্চ মঙ্গলবার সকাল ১০ টায় নড়াইল জেলা প্রেসক্লাবে আলোচনাসভা, কেক কর্তন ও মিষ্টি বিতরণ করা হয়।
নড়াইল জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এড,আজিজুল ইসলাম সঞ্চালনায় অনুষ্ঠানে সময়ের আলোর জেলা প্রতিনিধি মোস্তফা কামাল সভাপতিত্ব করেন।
এ সময় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এড,সোহরাব হোসেন বিশ্বাস,বিশেষ অতিথি পৌর মেয়র আন্জুমান আরা, বিশিষ্ট কবি ও প্রখ্যাত জারি শিল্পি রওশন আলি,আব্দুল হাই মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান মল্লিক, বাংলাদেশ নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন কমিটির সভাপতি সৈয়দ খায়রুল আলম, পৌর কাউন্সিলর শরফুল আলম লিটু,মহিলা কাউন্সিলর ইপি রানি, নড়াইল জেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক নন্দিতা বোস,অর্থ সম্পাদক আব্দুল কাদের,দপ্তর সম্পাদক স্বপন কুমার দাসসহ সাংবাদিকবৃন্দ,স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
s
