হোম অন্যান্যসারাদেশ নড়াইলে দুইদিনব্যাপি নাট্য কর্মশালা উদ্বোধন

নড়াইল অফিস :

নড়াইলে দুইদিনব্যাপি নাট্য কর্মশালা উদ্বোধন করা হয়েছে। শুক্রবার(০৩ জুন) সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই নাট্য কর্মশালা শুরু হয়।

জেলা প্রশাসন নড়াইলের সহযোগিতায় নাট্য সংগঠন চিত্রা থিয়েটার, নড়াইল ও যুগান্তর নাট্য সংসদের আয়োজনে দুইদিন ব্যাপি নাট্য কর্মশালায় প্রশিক্ষন প্রদান করছেন দেশবরেণ্য নাট্য প্রশিক্ষক অনন্ত হীরা ও খোরশেদ আলম। প্রশিক্ষনে ৩০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেছে। প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত প্রশিক্ষন চলবে। সমাপনি আয়োজনে প্রশিক্ষনার্থীদের অংশগ্রহন সনদপত্র প্রদান করা হবে।

এই উপলক্ষে দুপুরে শিল্পকলা মিলনায়তনে নাট্য কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান।

এসময় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফ খান, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার হায়দার আলী, চিত্রা থিয়েটার নড়াইলের সাধারন সম্পাদক ইমান আলী মিলন, নাট্য ব্যাক্তিত্ব সৈয়দ ওসমান আলী, নাজমুল হাসান লিজা, মুন্সী আসাদুর রহমান, শহীদুল্লাহ শাহীন, ড্রামা সার্কেল নড়াইলের সাধারন সম্পাদক রুদ্র দাস দেবা প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন