নড়াইল প্রতিনিধি:
নড়াইলে দক্ষতা উন্নয়নে ক্ষুদ্রঋণ কার্যক্রমকে গতিশীল করতে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৯ মে বৃহসপতিবার দিনব্যাপি নড়াইল শহর সমাজসেবা কার্যালয়ের আয়াজনে সমাজসেবা ল্যাবে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণে সমাজসেবা কার্যালয়ের ভূমিকা সর্ম্পকে আলোচনায় করেন জেলা সমাজসেবা উপপরিচালক জেড এম মিজানুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, সমাজসেবা অফিসার মো: সুজা উদ্দিন ও সরকারী অনাদায়ী অর্থ আদায়ে স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা বিষয়ে বক্তব্য দেন সদর থানা অফিসার ইনচার্জ মো: সাজেদুল ইসলাম।
বক্তারা সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের বাস্তবায়নে আর্থ–সমাজিক স্কীম ও বাস্তবায়ন পদ্ধতি এবং আর এস এস কার্যক্রম বাস্তবায়নে গ্রাম কমিটির দায়িত্ব ও কর্তব্য। দারিদ্র বিমোচনে সমাজসেবা অধিদফতর কর্তৃক ক্ষুদ্রঋণ কার্যক্রমের গুরুত্ব এবং খেলাফী ঋণ আদায়ে আইনগত ব্যবস্থা। কর্মদল ও গ্রাম কমিটি গঠন, দলের সদস্যদের দায়িত্ব কর্তব্য, দলিয় সঞ্চয় ও ঋণের কিস্তি পরিশোধ ব্যবস্থাপনা সর্ম্পকে আলোচনা করেন। #