নড়াইল প্রতিনিধি:
নড়াইলে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে ভূমি সেবা বিষয়ক কুইজ প্রতিযোগিতা হয়েছে। নড়াইল জেলা শিল্পকলা একাডেমী’র হলরুমে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিন ব্যাপি অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসেন চৌধুরী।
নড়াইল জেলা ও উপজেলা রাজস্ব প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আরাফাত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, নড়াইল সদর সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তা দেবাশিষ অধিকারি প্রমুখ। অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ৩০ জনকে প্রাইজবন্ড পুরস্কার দেয়া হয়।