হোম খুলনানড়াইল নড়াইলে  ডিপ্লোমা-ইন-নার্সিং কোর্সকে ডিগ্রির সমমান দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ

নড়াইলে  ডিপ্লোমা-ইন-নার্সিং কোর্সকে ডিগ্রির সমমান দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ

কর্তৃক Editor
০ মন্তব্য 15 ভিউজ

নড়াইল প্রতিনিধি:

নড়াইলে  ডিপ্লোমাইননার্সিং কোর্সকে ডিগ্রির সমমান দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।  রোববার ( মে) বেলা ১১ টায়  দিকে নড়াইল প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়  

সময় তারাডিপ্লোমা চাইডিগ্রির স্বীকৃতি নার্সদের অবমূল্যায়ন চলবে না’,  ‘ডিপ্লোমা মানেই ডিগ্রি হোকইত্যাদি শ্লোগানে তারা বিক্ষোভ করে।

শিক্ষার্থীদের দাবি, দেশে নার্সিং পেশায় ডিপ্লোমাধারী নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবুও ডিপ্লোমা কোর্স সম্পন্ন করা নার্সরা পেশাগত প্রশাসনিক ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন। তারা মনে করেন, চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পন্ন করার পরও তাদের ডিগ্রিধারীদের মতো মূল্যায়ন না করায় চাকরির ক্ষেত্রে অবহেলা বঞ্চনার শিকার হতে হচ্ছে।

বিক্ষোভে অংশ নেওয়া  শিক্ষার্থীরা বলেন, একই মেয়াদের কোর্স করে ডিপ্লোমা নার্সরা কেন ডিগ্রির স্বীকৃতি পাবেন না আমরা পেশাগত মর্যাদা সমতা চাই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়েই রাজপথে নেমেছি বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় সরকারের কাছে অবিলম্বে ডিপ্লোমা ইন নার্সিং কোর্সকে ডিগ্রির সমমান দেওয়ার জন্য আহ্বান জানান এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

সময় শিক্ষার্থীদের মাঝে বক্তব্য দেন মো: আশিকুর রহমান,অন্তিমহীরা বিশ্বাস,তানজিরা খাতুন তাসমিয়া  

সম্পর্কিত পোস্ট

মতামত দিন