হোম খুলনানড়াইল নড়াইলে জোরপূর্বক জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

নড়াইলে জোরপূর্বক জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

কর্তৃক Editor
০ মন্তব্য 58 ভিউজ

নড়াইল প্রতিনিধি:    

নড়াইলে গত যুগ ধরে জোরপূর্বক  পুলিশ কতৃক জমি ব্যবসা প্রতিষ্ঠান দখলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  মার্চ  শনিবার বেলা ১১ টায় শেখহাটি  পুলিশ ক্যাম্প চত্বরে ঘন্টাব্যাপি   কর্মসূচি পালিত  হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন  ভুক্তভোগী হাসান মিনা। লিখিত বক্তব্য তিনি বলেন, আমার জমি আমি চাই, পুলিশের  বিচার চাই। আমি একজন কৃষক পরিবারের  সন্তান। দীর্ঘ দিন  ধরে আমি এলাকায় সুনামের সাথে ব্যাবসা করছি। প্রায় যুগ ধরে পুলিশের হয়রানির শিকার হয়ে বিভিন্ন আদালতে ঘুরতে ঘুরতে আর্থিক ভাবে নিস্ব: হয়ে গেছি।সরকারী বিভিন্ন দফতরে ঘুরে ঘুরে কোন প্রতিকার না পেয়ে আজ আপনাদের সামনে আমি হাজির হয়েছি। বিগত ২৪/১১/১৯৯৩ ইং তারিখে শতাংশ, ২৯/০৯/১৯৯৩ ইং তারিখে শতাংশ, ০৭/১০/১৯৯৩ ইং তারিখে পৌনে পাঁচ শতাংশ, সর্ব মোট পৌনে পনের শতাংশ জমি বিভিন্ন সময় কবলা মূলে ক্রয় করে উক্ত জমির উপর একটি  রাইস মিল, একটি  কাপড়ের দোকান, একটি  মুদি দোকান দিয়ে কোন রকম  জীবিকা নির্বাহ করছি।  কিন্তু অত্যান্ত দুঃখের বিষয়  বিগত ১৫/০৪/২০০১ইং তারিখে নিম্ন তফসিল ভুক্ত সম্পত্তি থেকে তৎকালীন সেখহাটি পুলিশ ক্যাম্পের কতিপয় পুলিশ কর্মকর্তা এবং তৎকালীন পুলিশ সুপার মোঃ সোহরাব হোসেন এর যড়যন্ত্রের শিকার হয়ে,বিভিন্ন মামলাহামলার হুমকিসহ, উক্ত দোকানপাট ভাংচুর করে আমাকে উক্ত সম্পত্তিতে থেকে বেদখল করে। কিন্তু এখও  কোন প্রতিকার পায়নি।

এসময় উপস্থিত ছিলেন, শওকত মিনা, মানিক মিনা, নাইমুল ইসলাম,সাহিন মিনা, মিনাজ সরদার রফিকুল  ইসলাম মনা প্রমুখ।#

সম্পর্কিত পোস্ট

মতামত দিন