হোম খুলনানড়াইল নড়াইলে জেলা শ্রমিক দলের সভাপতিসহ আটক ১৪

নড়াইল অফিস:

সারাদেশে চলা বিএনপির অবরোধ কর্মসূচীর মাঝে নড়াইলে বি এরপির ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার (৩০ অক্টোবর) রাতে জেলা শ্রমিকদলের সভাপতি সাইদুজ্জামান আমল কে নলদী নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটকৃতদের নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার বিকালে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়,বি এনপির ডাকা টানা তিনদিনের অবরোধ কর্মসূচেীতে নাশকতার চেষ্টায় লিল্প থাকায় এসব নেতা কর্মীদের আটক করা হয়েছে। এর মধ্যে নড়াইল সদরে ১১ জন, লোহাগড়ায় ২ জন এবং কালিায়া ১জন সহ মোট ১৪জন কে বি এনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের বিভিন্ন এলাকা থেকে আটক করে দেখিয়ে জেল-হাজতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন,বিছালী থেকে জিয়াউর রহমান,মির্জাপুর থেকে হাসিবুর রহমান,হাদিউর রহমাস,বিল্লাল হোসেন,ইয়াদুল ইসলাম হিমু সেলিম মোল্যা,দক্ষিণ নড়াইলের টিপু মোল্যা,আউড়িয়ার বাশার মন্ডল ও আতিয়ার শেখ,শেখহাটির বোরহান খান ও মোস্তাফিজুর রহমান। কচুয়াবাড়ী থেকে ইব্রাহিম শেখ।

নড়াইল সদর থানার ওসি মো.ওবায়দুর রহমান ও লোহাগড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো: নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন