নড়াইল অফিস :
নড়াইলের কালিয়ায় গোপন বৈঠক থেকে আটক হওয়া জামাত নেতা অধ্যক্ষ এম এইচ বাহাউদ্দিনসহ ৩৫ জনের বিরুদ্ধে নাশকতা, নৈরাজ্যকর ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে মামলা দায়ের। ৪ মে মঙ্গলবার রাতে উপজেলা নড়াগাতি থানার এস আই মো. নাজমুল হাসান বাদি হয়ে মামলাটি দায়ের করেন। এর আগে মঙ্গলবার বিকেলে বাহাউদ্দিনসহ আটক হওয়া ৫ জামাত নেতাকর্মীকে ওই মামলায় গ্রেপ্তার করে বুধবার দুপুরে নড়াইল আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, কালিয়া উপজেলা জামাতের আমীর ও বড়দিয়া মুন্সি মানিক মিয়া কলেজের অধ্যক্ষ এম এইচ বাহাউদ্দিনের বাড়ীতে জামাতের নেতাকর্মীরা নাশকতা সৃষ্টিসহ সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন, দেশে নৈরাজ্যকর ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে গোপন বৈঠকে মিলিত হয়েছে।
এমন সংবাদের ভিত্তিতে নড়াগাতি থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার বিকেলে বাহাউদ্দিনের বাড়ীতে অভিযান চালিয়ে বাহাউদ্দিনসহ নড়াগাতী থানা জামায়াত ইসলামী আমীর মোঃ আলমগীর হোসেন (৪৮), জামাত নেতা নিয়ামতউল্লাহ (১৯) ও ফাউজুল্লা (২৩) এবং জেলা জামায়াতের রোকন আবুল বাসারকে (৪২), আটক করে ।
এবং ঘটনাস্থল থেকে পুলিশ ১৩ হাজার ৮০০ টাকা, বিপল পরিমান জিহাদী বই, চাঁদা আদায়ের রশিদ, সংগঠনের মাসিক রিপোর্ট ও দুইটি ল্যাপটপ উদ্ধার করে। ওই ঘটনায় আটক ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০/৩০ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
উপজেলার নড়াগাতী থানার ওসি রোকসানা খাতুন বলেছেন, গোপন বৈঠক থেকে আটক ৫ জামাত নেতাকর্মীসহ অজ্ঞাতনামা ২০/৩০ জনকে আসামী করে একটি মামলা দাযের হয়েছে। আটক ৫ জনকে ওই মামলায় গ্রেপ্তার করে বুধবার আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।