নড়াইল অফিস :
নড়াইলে গণপিটুনিতে গরুচোর সন্দেহে ২জনকে পিটিয়ে হত্যা করেছে জনতা। রোববার গভীররাতে পৌরসভার বিজয়পুর বিলের মধ্যে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে আসাদুল শেখ(৩৫) নামে এ জনের পরিচয় মিলেছে। সে বাগেরহাট জেলার ফকিরহাট এলাকার আঃ গফুর শেখের ছেলে। অন্য জনের পরিচয় এখনো জানা পাওয়া যায়নি।
পুলিশ জানায়, নড়াইলের বিভিন্নস্থানে দির্ঘদিন যাবৎ গরু চুরি হয়ে আসছিলো। এরই ধারাবাহিতকায় রোববার গভীররাতে সদর উপজেলার বিড়গ্রামের রেবু বিশ্বাসের বাড়িতে হানা দেয় ৫/৭ জনের চোর চক্র। বাড়ি ওয়ালা বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে এসে তাদের ধাওয়া করে। পালানোর চেষ্টা করে পৌরসভার বিজয়পুর বিলের মধ্যে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই ২জনের মৃত্যু হয়। অন্যরা পালিয়ে যায়। পুলিশ সংবাদ শুনে সোমবার সকালে গিয়ে লাশ উদ্ধার করে।
অতিরিক্ত পুলিশ সুপার এস এম কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উলেখ্য গত কিছুদিন ধরে গরুচোরের উপদ্রববেড়ে যাওয়ায় বিভিন্ন এলাকার মানূষ রাত জেগে পরু পাহারা দিচ্ছিলেন। এই হত্যাকান্ড দীর্ঘদিনের জমানো ক্ষোভের বহিপ্রকাশ বলে এলাকার মানুষ মনে করেন । অনেক কৃষকের পুরো গোয়ারের সকল গরু চুরি হয়ে যাওয়ার ঘটনা আছে । গত নভেম্বর মাসের প্রথম সপ্তাহে নড়াইল সদরের লস্কারপুর গ্রামের কৃষক হাসেম মোল্যার ৫টি,কুতুব মোল্যার ২টি ও সেলিম মেল্যার ২টি গরু গোয়াল থেকে চুরি করে নিয়ে যায়। একই ভাবে আশপাসের গ্রাম থেকে প্রায় অর্ধশত গরু চুরি হওয়ঢার ঘটনা ঘটেছে।
