নড়াইল প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ইউনিয়ন কৃষক সমাবেশ সফল করার লক্ষে নড়াইলে প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে।বাংলাদেশ জাতীয়তা বাদী কৃষক দল নড়াইল জেলা শাখার আয়োজনে রোববার দুপুরে শহরের চৌরাস্তায় দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্টিত হয়।
জেলা কৃষক দলের আহ্বায়ক নবীর হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব এনামুল কবীর চন্দনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকতারুজ্জামান তালুকদার সজিব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্যন এস এম কামরান হাসান।এসময় আরও বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মোহাস্মদ আলী খান, সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম বেগ, সদস্য সচিব রেজওয়ান আহম্মেদ, নড়াইল পৌর কৃষক দলের আহ্বায়ক মাহাফুজুর রহমান, সদস্য সচিব মিরাজ আল জনি প্রমূখ্। এসময় জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন কৃষক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।