নড়াইল অফিস :
আইনশৃঙ্খলার স্থিতিঅবস্থা সমুন্নত রাখার লক্ষে নড়াইলে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা বিষয়ে সমাজের বিভিন্ন শ্রেনীপেশার মানুষের মতমত পরামর্শ গ্রহনের মধ্য দিয়ে অপরাধ নিয়ন্ত্রন উন্নততর করতে সদর থানার উদ্যোগে এ ওপেন হাউজ ডে’র আয়োজন করা হয়।
সোমবার সকালে থানা চত্বরে এ অনুষ্ঠানে নানা শ্রেনীপেশার মানুষের অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত কবিরের পরিচালনায় অনুষ্ঠানে আগত নানা মহলের প্রতিনিধিরা এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের নানা পরামর্শ তুলে ধরেন।
উন্নত ও সমৃদ্ধ সমাজ তথা রাষ্ট্র গঠনে সমাজ থেকে সন্ত্রাস নিমূলের বিকল্প নেই, এমন মন্তব্য করে অনুষ্ঠানে বক্তারা, দেশের উন্নয়ন অগ্রযাত্রার ধারাবাহিকতা বজায় রাখতে অপরাধ নিয়ন্ত্রনে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান।