নড়াইল অফিস :
নড়াইলে এসেই ব্যাস্ত সময় পার করছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। আজ বেলা ১১ টায় তিনি নড়াইলে এস,এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের নতুন একতলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করেছেন।
নড়াইল পৌরসভার মাছিমদিয়া এলাকায় এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ৮০ লক্ষ ৭৫ হাজার টাকা ব্যয়ে এই ভবনটি নির্মান করা হয়েছে। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ মোঃ রবিউল ইসলামসহ অনেকে। এছাড়া তিনি নড়াইল-সীতারামপুর সড়কের পাকাকরণের কাজেরও উদ্বোধন করেন।
এসব অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক -শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন।