হোম অন্যান্যসারাদেশ নড়াইলে এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে

নড়াইল অফিস :

নড়াইলে এশিয়ান টেলিভিশন’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে কেক কাটা,র‌্যালি ও আলোচনা সভা হয়েছে।

এশিয়ান টিভি’র নড়াইল জেলা প্রতিনিধি হুমায়ুন কবীর রিন্টু’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ ফকরুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল পৌরসভার মেয়র ও জেলা আ’লীগের সহ-সভাপতি আঞ্জুমান আরা, নড়াইল সদর উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদুল ইসলাম বিশ্বাস, জেলা রেড ক্রিসেন্ট’র সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন,জেলা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কাজী বশিরুল হক,অতিরিক্ত পিপি এ্যাডভোকেট সঞ্জিব বসু, এ্যাডভোকেট মুন্সী শাহীন উল্লাহ মোহন,নড়াইল জেলা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আরেফিন রানা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এ্যাডভোকেট শরিফুল ইসলাম নান্তু,নড়াইল জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও একাত্তর টিভি’র সাংবাদিক এ্যাডভোকেট আজিজুল ইসলাম প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন