নড়াইল অফিস :
নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের নাকশি গ্রামের আলাল ফকির নামে এক কৃষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। আহত আলাল ফকির জানান, গতকাল রাত ৯টার দিকে বাড়ির পাসে নলাবিলে ধানের জমিতে শ্যালো মেশিনের পানি দিয়ে বাড়ি ফিরছিলেন পথিমধ্যে দুর্বৃত্তরা এলাপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে মারাত্মক জখম পালিয়ে যায়। আহত আলাল ফকির বলেন,ইসমাইল সরদার, দাউদ সরদার,শিপন সরদার, টুটুল সরদার, আলামিন মৃধা, ইসরাফিল সরদার,চুন্নু সরদার, রাজু, রাসেল মিদ্দা, হাবিব মিদ্দা, রাব্বি, নাঈম সহ আরো অনেকে ধারালো অস্ত্র নিয়ে চারিপাশে ঘিরে এলোপাথাড়ি কোপাতে থাকে। এময় আমার চিৎকারে স্থানীয়রা এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে।
প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে । সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার অলক ভৌমিক বলেন,আলাল ফকির অবস্থা খারাপ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে প্রেরণ করা হয়েছে। তার মাথাসহ শরিরের বিভিন্ন স্থানে কোপের চিহ্ন রয়েছে। অপরদিকে এঘটনায় প্রতিপক্ষ চুন্নু সরদারকে মারধর করাসহ তার বাড়ি ভাংসুর করা হয়েছে। উলেখ্য, নাগশি গ্রামে দীর্ঘদিন ধরে ফকির ও সরদার পক্ষের মধ্যে এলাকার প্রভাব বিস্তার নিয়ে দ›দ্ব চলে আসছে । তারই জের হিসেবে গতরাতে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে সচেতন মহল মনে করছেন। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইলিয়াছ হোসেন বলেন, এ বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি মামলা প্রক্রিয়াধীন আছে । অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে।