নড়াইল অফিস :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে নড়াইলে বিশেষ দোয়ার আয়োজন করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। আজ শুক্রবার সদর পৌর এলাকার পুরাতন টার্মিনাল জামে মসজিদে এই দোয়া অনুষ্ঠিত হয়। এসময় প্রায় ২০০ জন ইমাম ও মুয়াজ্জিন উপস্থিত ছিলেন, যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
এরপর ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেন সাংসদ মাশরাফী বিন মোর্ত্তজা।
এসময় বক্তব্য দেন নড়াইল জেলা বাস মালিক সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন আলম। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার স্নেহধন্য আমাদের প্রিয় সাংসদ মাশরাফী বিন মোর্ত্তজা আজ প্রিয় নেত্রীর জন্য পবিত্র রমজান মাসে ইমাম ও মুয়াজ্জিনদের সাথে নিয়ে যে বিশেষ দোয়ার আয়োজন করেছেন, মহান আল্লাহ তা কবুল করুক। জননেত্রী শেখ হাসিনা দীর্ঘজীবী হোন।
মোনাজাত পরিচালনা করেন ইমাম সমিতির সাধারণ সম্পাদক ও পুলিশ লাইন জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। অনুষ্ঠান পরিচালনা করেন ইমাম সমিতির সভাপতি ও ভওয়াখালী জামে মসজিদের খতিব মুফতি মশিউর রহমান।
এছাড়া ইমামদের মধ্য থেকে উপস্থিত ছিলেন মাওলানা আতাউর রহমান, মাওলানা মুফতি আবু তালহা, মাওলানা শফিকুল ইসলাম এবং মুয়াজ্জিনদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ (মুয়াজ্জিন, কেন্দ্রীয় জামে মসজিদ, নড়াইল), হাফেজ গোলাম নবী, (মুয়াজ্জিন, বাস টার্মিনাল জামে মসজিদ), মাওলানা শাহীন আলম, হাফেজ জাকারিয়া, হাফেজ হাবিবুর রহমানসহ প্রায় ২০০ জন ইমাম ও মুয়াজ্জিন।
উল্লেখ্য, ঢাকা প্রিমিয়ার লীগে অংশগ্রহণ করায় সাংসদ মাশরাফী বর্তমানে ঢাকায় অবস্থান করছে। তিনি ঢাকায় থাকলেও প্রায় প্রতিদিনই নির্বাচনী এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মানে তিনি ইফতার ও দোয়ার আয়োজন করছেন।
এছাড়াও আজ শুক্রবার নড়াইল এক্সপ্রেস মাশরাফী বিন মোর্ত্তজা এমপির পৃষ্ঠপোষকতায় লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে লোহাগড়া কলেজ মাঠ সংলগ্ন কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সম্মানে ইফতার অনুষ্ঠিত হয়েছে।