নড়াইল অফিস :
আলোচনাসভার মধ্যদিয়ে নড়াইলে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। নিরক্ষর মুক্ত দেশ গড়ায় প্রত্যয় নিয়ে ৮ সেপ্টেমবর বুধবার দুপুরে দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,জেলা মৎস্য কর্মকর্তা এইচ,এম বদরুজ্জামান, সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডাঃ মশিউর রহমান বাবু, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এ সময় উপস্থিত ছিলেন।