হোম খুলনানড়াইল নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

কর্তৃক Editor
০ মন্তব্য 9 ভিউজ

নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ফরিদ মোল্যা (৫০) নামে একজন নিহত হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েক জন আহত হয়েছেন। শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ফরিদ মোল্যাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত ফরিদ মোল্যা কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের মৃত সুরত মোল্যার ছেলে। তিনি স্থানীয় একটি ইটভাটায় চাকুরি করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাঞ্চনপুর গ্রামের মিলন মোল্যা ও আফতাব মোল্যা পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর আগেও একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং থানায় উভয় পক্ষের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ঈদের দিন থেকে গ্রামে উত্তেজনা চলছিল।গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে মিলন মোল্যা পক্ষের সানোয়ার নামের একজন আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে আফতাব মোল্যা পক্ষের লোকজনের হাতে মারধরের শিকার হন। এর জের ধরেই শুক্রবার সন্ধ্যায় মিলন মোল্যা পক্ষ আফতাব মোল্যার বাড়িতে হামলা চালায়। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহত ফরিদ মোল্যাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। তবে প্রকৃত আহতে সংখ্যা এখনো জানা যায়নি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন