হোম অন্যান্যসারাদেশ নড়াইলে অস্ত্র মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত

নড়াইল অফিস :

নড়াইলে অস্ত্র মামলায় নাসির শেখ ওরফে গোফরান নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৪ জানুয়ারি) স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন।

নাসির শেখ ওরফে গোফরান যশোর জেলার অভয়নগর থানার ধুলগ্রাম গ্রামের তছির শেখের ছেলে। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।

মামলার অপর দুই আসামি একই গ্রামের বাবু লালের ছেলে বায়েজীদ ও রহমান সর্দারের ছেলে মফিজ সর্দারকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ৩রা ডিসেম্বর নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মাদক ও অস্ত্র উদ্ধারের অভিযান পরিচালনা করেন। বিকাল সাড়ে ৫টার দিকে যশোর-নড়াইল সড়কের সীতারামপুর ব্রীজের উপর যানবাহন তল্লাশীকালে খুলনা মেট্রো ল-১১-৩২৭৮ নং ইয়াহামা এফজেড মোটর সাইকেল চালিয়ে আসামি নাসির শেখ ওরফে গোফরান ওরফে দূর্জয় কে আসতে দেখে থামার সংকেত দেয় পুলিশ।

এসময় আসামি মোটর সাইকেলের গতি কমিয়ে হঠাৎ করে গতি বাড়িয়ে নড়াইল শহরের দিকে চলে যেতে থাকে। উপস্থিত গোয়েন্দা পুলিশে তাকে ধাওয়া করে ও পুলিশের অন্য একটি দল ও স্থানীয় লোকজনের সহায়তায় নড়াইল বউবাজার ভওয়াখালী পাগলের বটতলা নামক স্থানে স্পীড ব্রেকারের উপর তাকে আটক করে। সাক্ষীদের সামনে তার শরীর তল্লাশী করে ১ টি বিদেশী পিস্তল (মেইড ইন চায়না), ১টি ম্যাগজিন, ৭ রাউন্ড গুলি এবং ১টি ইয়াহামা এফজেড মোটর সাইকেল জব্দ করে।

মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণীত হওয়ায় সোমবার নাসির শেখকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন বিচারক।

এছাড়া জব্দকৃত আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে জেলা পুলিশ লাইন্সের অস্ত্রাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন