হোম খুলনানড়াইল নড়াইল শহর ফোর লেন কার্যক্রমের আওতাধীন অবৈধ উচ্ছেদ অভিযান কার্যক্রম

নড়াইল শহর ফোর লেন কার্যক্রমের আওতাধীন অবৈধ উচ্ছেদ অভিযান কার্যক্রম

কর্তৃক Editor
০ মন্তব্য 151 ভিউজ

নড়াইল অফিস:

নড়াইল শহর ফোর লেন কার্যক্রমের আওতাধীন শহরে সকাল ১১ টা থেকে অবৈধ উচ্ছেদ অভিযান কার্যক্রম পরিচালিত হয়। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের আওতাধীন ৪ কিলোমিটার ফোর লেনের কার্যক্রমে চলে । এই উচ্ছেদ অভিযান জেলা পরিষদ ম্যাজিস্ট্রেট ও রোডস এর ম্যাজিস্ট্রেটসহ সড়ক বিভাগ সম্মিলিতভাবে এই কার্যক্রম পরিচালনা করে।

নড়াইলের পৌরসভার বাস টার্মিনাল থেকে মুচিপোল বাজার এলাকায় সড়ক ও জনপথ বিভাগের জায়গার ওপর নির্মিত যে সকল অবৈধ স্থাপনা রয়েছে সে গুলো উচ্ছেদ করা হয়। সড়ক ও জনপথ খুলনার এস্টেট ও আইন কর্মকর্তা ইয়ানুর রহমান বলেন, আমাদের সড়ক ও জনপদের যে জায়গাগুলো আছে সে জায়গাগুলো আমরা বেদখল থেকে দখলে নিয়ে দ্রুতই শহরাংশে ফোল্ডারের কার্যক্রম শুরু করার জন্যই এই উদ্যোগ। ইতিমধ্যেই ফোর লেনের কার্যক্রমের ৫৫ ভাগ সম্পূর্ণ হয়েছে। দ্রুতই বাকিটুকু সম্পন্ন করা হবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন