হোম খুলনানড়াইল নড়াইল দিনে-দুপুরে নৃশংসভাবে কৃষককে কুপিয়ে হত্যা,প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ-ভাঙচুর-লুটপাট

নড়াইল দিনে-দুপুরে নৃশংসভাবে কৃষককে কুপিয়ে হত্যা,প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ-ভাঙচুর-লুটপাট

কর্তৃক Editor
০ মন্তব্য 91 ভিউজ

মোস্তফা কামাল:

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা বাজারে প্রকাশ্যে দিবালোকে খাজা মোল্যা (৪৫) নামে এক কৃষককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৪ মে) সকাল সাড়ে ৭টার দিকে এ রক্তাক্ত ঘটনা ঘটে। নিহত খাজা মোল্যা উপজেলার পার ইছাখালি গ্রামের নবাব মোল্যার ছেলে।

এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, খাজা মোল্যা সকালে চা খেতে বাড়ি থেকে কুমারডাঙ্গা বাজারে যান। সেখানে রবিউলের চায়ের দোকানে বসে থাকা অবস্থায় ইতনা ইউনিয়ন বিএনপির সভাপতি পলাশ শেখের নেতৃত্বে ১৫-২০ জনের একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতে তার ওপর হামলা চালায়। এলোপাতাড়ি কোপানো হয় খাজাকে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মেজো বোন রেখা বেগম বলেন, “পলাশ ও তার লোকজন এলাকায় সন্ত্রাসী রাজত্ব চালিয়ে যাচ্ছে। তারা জমির ফসল কেটে নিচ্ছে, গাছ কেটে নিয়ে যাচ্ছে, ভয়ভীতি দেখাচ্ছে। আজ আমার ভাইকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

এদিকে হত্যাকাণ্ডের পরেই পাল্টা প্রতিক্রিয়ায় ওই এলাকায় তিনটি বাড়িতে অগ্নিসংযোগ এবং অন্তত ১২টি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে—পলাশ, এসকেন্দার, ইনসান, শেখ রওশন, মহসিন, তিতাস, রাহাত শেখ, রবিউল, শরিফুল, হৃদয়, রহমতুল্লাহ, সাইফুল, লাহাব, রাসেল, রনি, মান্না ও মাসুমের পরিবার।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন