নড়াইল প্রতিনিধিঃ
সদর উপজেলা ও পৌর কমিটি নির্বাচনে টাকা দিয়ে ভোট কেনা এবং আ.লীগের সাথে মামলা বানিজ্যের অভিযোগ এনে নড়াইল জেলা বি এনপির সম্পাদক আলহাজ মনিরুল ইসলামের পদত্যাগের দাবীতে বিক্ষোভ করেছে প্রতিপক্ষরা।
বৃহস্পতিবার(২৩জানুয়ারী) সকাল থেকে পুরাতন বাস টার্মিনালে বিভিন্ন এলাকা মিছিল সহকারে এসে মুক্তমঞ্চে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে বক্তব্য দেন জেলা বি এনপির যুগ্ম সাধারন সম্পাদক মো.আলী হাসান,সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ,স্বেচ্ছাসবকদলের যুগ্ম সাধারন সম্পাদক শিহাবুর রহমান,জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি সৈয়দ মোশফেকুর রহমান বাচ্চু,কৃষকদলের আহবায়ক নবের হোসেন প্রমুখ। বক্তারা সদর উপজেলা বি এনপি এবং পৌর বি এনপি নির্বাচনে পছন্দের প্রার্থীকে টাকা দিয়ে ভোট কিনেছেন এই অভিযোগ করেন,এছাড়া ৫ আগষ্টের কয়েকটি মামলায় নাম বাদ দিয়ে আ.লীগ নেতা-কর্মীদের কাছ থেকে অর্থ নিয়েছেন এই অভিযোগ তোলেন। বিক্ষোভ সমাবেশ থেকে আগামী জেলা বিএনপি নির্বাচনে সাধারন সম্পাদক মনিরুল ইসলামের পদত্যাগ ছাড়া সম্মেলন না হবার হুমকী প্রদান করেন। পরে মনিরুলের কুশপত্তলিকা তৈরী করে তাতে জুতার মালা পরিয়ে একটি বিক্ষোভ মিছিল নড়াইল শহর প্রদক্ষিণ করে।
পূর্ববর্তী পোস্ট