নড়াইল অফিস:
নড়াইল জেলা প্রাক্তন সৈনিক কল্যান সংস্থার কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার ১৬জানুয়ারি দুপুরে নড়াইল জেলা শিল্পকলা একাডেমির প্রশাসনিক হলরুমে ত্রী-বার্ষিক সাধারণ সভায় শেষে এ কমিটি ঘোষনা করা হয়। জেলা প্রাক্তন সৈনিক কল্যান সংস্থার সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার অবঃ একেএম ইত্তিজাউল হাসান “ইত্তি’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কে›ন্দ্রীয় মহাসচিব বীর মুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ মতিউর রহমান (অবঃ) ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও খুলনা জেলা কমিটির সভাপতি অনারি ক্যাপ্টেন অবঃ মোঃ হায়াতুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও যশোহর জেলা কমিটির সভাপতি মাষ্টার ওয়ারেন্ট অফিসার অবঃ হেমায়েত হোসেন গাজী, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান খুলনা বিভাগীয় কমিটির মহাসচিব ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি ওয়ারেন্ট অফিসার অবঃ একেএম শহিনুজ্জামান,আতক্ষীরা জেলা কমিটির সাধারণ সম্পাদক সার্জেন্ট অবঃ মোঃ গোলাম মোস্তফা।
জেলা কমিটির সাধারণ সম্পাদক কর্পোরাল অবঃ আব্দুল মান্নানের সন্ঞ্চাচালনায় বক্তব্য দেন – জেলা কমিটির উপদেষ্টা মন্ডলির সদস্য সিনিয়র সাংবাদিক সাথী তালুকদার, নড়াইল সদর উপজেলা কমিটির সভাপতি অনারি ক্যাপ্টেন অবঃ মোঃ আকমল হোসেনসহ লোহগড়া কালিয়া উপজেলা কমিটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে জেলার পুরাতন কমিটির মেয়াদ শেষ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষনা করে সর্বসম্মতি ক্রমে “নড়াইল জেলা প্রাত্তন সৈনিক কল্যান সংস্থার কমিটি ত্রী-বার্ষিক কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি হিসেবে একেএম ইত্তিজাউল হাসান ইত্তি, আব্দুল মান্নান সাধারণ সম্পাদক ও আনিচুর রহমান”পিটু’কে সাংগঠনিক সম্পাদক করে ৩২সদস্যের জেলা কমিটি ঘোষনা করা হয়।#