হোম অন্যান্যসারাদেশ নড়াইল জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নড়াইল অফিস :

নড়াইলে জেলা পরিষদের নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সকাল সাড়ে ১০ টা থেকে শুরু হয়ে বিকেলে ৫টা পর্যন্ত চলে ।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলুর সভাপতিত্বে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক,নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তি, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা, নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সদর পৌর মেয়র আঞ্জুমান আরা, লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মসিয়ুর রহমানসহ আরো অনেকে।

নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তি বলেন, আমরা নড়াইলের আওয়ামীলীগ ঐক্যবদ্ধ হয়ে মাননীয় প্রধানমন্ত্রী মনোনিত প্রার্থীকে আসন্ন জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী করবো।

নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা তার বক্তব্যে বলেন,মাননীয় প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দিয়েছেন তার হয়েইে আওয়ামী লীগের সবাই কাজ করবে ।

প্রধান অতিথির বক্তব্যে বি এম মোজাম্মেল হক বলেন. প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনিত প্রার্থীকে আসন্ন জেলা পরিষদ নির্বাচরে বিজয়ী করতে হবে। দলেন সিন্ধাতের বাইরে গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান,পৌর মেয়র, আওয়ামী লীগের সাংগঠনিক বিভিন্ন শাখার সভাপতি ,সাধারণ সম্পাদক,জেলা আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ,সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিগণ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন