নড়াইল প্রতিনিধি:
নড়াইল জেলা আইনজীবী সমিতির ঈদ পুনর্মিলনী ও বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন অনুষ্ঠিত হয়েছে। সমিতির কার্যনির্বাহী পরিষদের আয়োজনে মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে সমিতির হল রুমে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে জেলা আইনজীবী সমিতির সভাপতি ও বাংলাভিশনের নড়াইল প্রতিনিধি এ্যাডভোকেট তারিকুজ্জামান লিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নেওয়াজ মাহমুদ তুহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সিনিয়র এ্যাডভোকেট এসএম আব্দুল হক পিপি, এ্যাডভোকেট গোলাম মোহাম্মদ জিপি, বারের সাবেক সভাপতি এ্যাডভোকেট উত্তম কুমার ঘোষ, এ্যাডভোকেট এসএ মতিন, এ্যাডভোকেট আকিকুর রহমান, এ্যাডভোকেট রবীন্দ্র নাথ রায়, এ্যাডভোকেট তায়েব আলী আছাদ, এ্যাডভোকেট মোঃ বেলায়েত হোসেন প্রমুখ। এসময় সংগীত পরিবেশন ও স্বরচিত কবিতা আবৃতি করেন অনুষ্ঠানে আগত আইনজীবীবৃন্দ।#