নড়াইল অফিস:
৪র্থবর্ষে পর্দাপন করলো সাবেক ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ মাশরাফি বিন মোর্ত্তজার প্রতিষ্ঠান নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন। এ উপলক্ষে শুক্রবার শরীফ আব্দুল হাকিম ডায়াবেটিক ও থায়রো কেয়ার সেন্টারে কেক কাটা, আলোচনা সভা এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
প্রতিষ্ঠা বার্ষিকীতে মাশরাফির ব্রেসলেট নিলামের অর্থ দিয়ে ১০শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মানের ঘোষণা দেওয়া হয়েছে। এই হাসপাতালে ২৪ ঘন্টা রোগীদের বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা দেয়া হবে ।
অনুষ্ঠানে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সহ-সভাপতি মোঃ শামীমূল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন,সাবেক সাংসদ ও আওয়ামী লীগ নেতা আ্যাডভোকেট সাঈফ হাফিজুর রহমান খোকন,স্পেকটা হেক্স্রা গ্রুপের চেয়ারম্যান মোঃ আকরামুজ্জামানু, স্পেকটা হেক্স্রা গ্রুপের পরিচালক মোঃ আহসানুজ্জামান, আব্দুল মুকিত লাভলু, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক, ফাউন্ডেশনের স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা অ্যাডভোকেট রেজাউল খবির রাজু, ডাঃ আলিমুজ্জামান সেতু,হোসাইন আহম্মেদ সোহান প্রমুখ।#