হোম আন্তর্জাতিক ন্যাটোর টোপ দিয়ে কিয়েভকে মস্কোর সঙ্গে আলোচনার টেবিলে আনতে চায় প্যারিস

আন্তর্জাতিক ডেস্ক:

যুদ্ধ বন্ধের লক্ষ্যে রাশিয়ার সঙ্গে ইউক্রেনকে আলোচনার টেবিলে আনতে চায় ফ্রান্স। এ জন্য দেশটি টোপ হিসেবে ইউক্রেনের সামনে ন্যাটোর সদস্যপদের বিষয়টি হাজির করতে পারে। এমনটাই ইঙ্গিত দেয়া হয়েছে ফরাসি সংবাদমাধ্যম লে মন্ডের এক প্রতিবেদনে।

লে মন্ডের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহের সোমবার (১২ জুন) ফরাসি প্রেসিডেন্টের বাসভবন এলিসি প্রাসাদে ফ্রান্সের প্রতিরক্ষা পরিষদ এ বিষয়টি নিয়ে আলোচনা করেছে।

পরে গত মঙ্গলবার (২০ জুন) লে মন্ডেতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ন্যাটোর সদস্যপদ পাওয়া শর্তে যদি ইউক্রেন যুদ্ধ বন্ধে রাজি হয় তবে তা সবার জন্যই ভালো হবে।

তবে প্যারিসের এই উদ্যোগ রাশিয়ার মনঃপূত হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। কারণ, রাশিয়া ন্যাটোকে একটি তার স্বার্থের জন্য নেতিবাচক সংগঠন বলে বিবেচনা করে। রাশিয়ার এরই মধ্যে ঘোষণা দিয়েছে, ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করার যেকোনো প্রচেষ্টা তার জাতীয় নিরাপত্তার জন্য ‘চূড়ান্ত বিপদসীমা।’

ন্যাটো রাশিয়ার নিরাপত্তা উদ্বেগ নিয়ে আলোচনা করতে অস্বীকার করার পর মস্কো গত বছর ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। রাশিয়ার কর্মকর্তাদের দাবি, ন্যাটো আনুষ্ঠানিকভাবে ইউক্রেনকে অন্তর্ভুক্ত না করলেও নীরবে ইউক্রেনকে নিজেদের সঙ্গে একীভূত করে নিচ্ছে।

প্যারিসের এমন উদ্যোগের কথা এমন সময়ে সামনে এলো যখন আর কয়েকদিন পরই ন্যাটোর শীর্ষ সম্মেলন বসতে যাচ্ছে লিথুয়ানিয়ায়। তবে সেই সম্মেলনে ইউক্রেনকে ন্যাটোতে নেয়া হবে এমন কোনো সম্ভাবনা নেই। কারণ, গত সপ্তাহেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ইউক্রেনের ন্যাটোতে যোগ দেয়ার বিষয়টি সহজ হবে না।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন