হোম জাতীয় নৌকার প্রার্থীকে শুভেচ্ছা জানানো সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

জাতীয় ডেস্ক:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো পর বাগমারা উপজেলার তাহেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) জিলালুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নানা অনিয়ম-দুর্নীতি আর নারী কেলেঙ্কারির অভিযোগে রাজশাহী-৪ (বাগমারা) আসনে এমপি ইঞ্জিনিয়ার এনামুল হককে এবার দলীয় মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। তাকে বাদ দিয়ে দলের বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য, তাহেরপুর পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। কালাম মনোনয়ন পাওয়ায় বাগমারার সর্বস্তরের মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছিল। এরই ধারাবাহিকতায় সরকারি চাকরি করার পরও তাহেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিলালুর রহমানও তাকে ফুলেল শুভেচ্ছা জানায়। নৌকার মনোনয়ন প্রার্থীকে পুলিশ কর্মকর্তার ফুলেল শুভেচ্ছা জানানোর এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শনিবার ওই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

জানতে চাইলে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. রফিকুল আলম বলেন, ‘তাহেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্তর বিষয়টি সম্পর্কে আমি অবগত। সরকারি একটি কাজে আমি রাজশাহীর বাইরে অবস্থান করছি। এজন্য কেন তাকে প্রত্যাহার করা হয়েছে সেই বিষয়টি আমার জানা নেই।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন