রাজনীতি ডেস্ক:
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনলাইন প্লাটফর্মে বিভিন্ন গুজবের জবাব দেয়ার পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কাজ তুলে ধরতে ‘ক্যাম্পেইন’ শুরু করেছে ছাত্রলীগ।
এরই অংশ হিসেবে অনলাইন প্রচারণায় যুক্ত তরুণ প্রজন্মকে উৎসাহ দিতে পুরস্কারের ঘোষণা দিয়েছে ছাত্র সংগঠনটি।
বুধবার (৬ ডিসেম্বর) ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বুধবার থেকেই বাছাই প্রক্রিয়া শুরু হওয়ারও তথ্য জানায় ছাত্রলীগ।
এতে উল্লেখ করা হয়, শেখ হাসিনার জীবন-কর্ম-সংগ্রাম, উন্নয়ন কর্মকাণ্ড, অর্থনৈতিক-কূটনৈতিক নীতি- কৌশল, বিশ্ব দরবারে বাংলাদেশকে মর্যাদাশীল হিসেবে প্রতিষ্ঠিত করার নেতৃত্ব-দৃঢ়তা প্রভৃতি বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক, এক্স, টিকটক, ইনস্টাগ্রাম) প্রচারণায় নিয়োজিত নেতা-কর্মী-শুভাকাঙ্ক্ষী, শিক্ষার্থী, তরুণ, নবীন ভোটার বন্ধুদের স্বীকৃতিদান ও পুরষ্কার প্রদান করবে ছাত্রলীগ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি সপ্তাহে ৮টি প্রশাসনিক বিভাগ এবং বহির্বিশ্ব থেকে সর্বমোট ৯ জনকে এবং প্রতি মাসে দেশ সেরা ১০ জনকে ‘স্মার্ট ক্যাম্পেইনার অ্যাওয়ার্ড’ পুরস্কার দেয়া হবে। নৌকার পক্ষে প্রচারকর্মের ওপর ভিত্তি করে প্রতি মাসে শীর্ষ ১০ জনকে ‘ইলেক্টোরাল এক্সিলেন্স প্রাইজ’ দেয়া হবে।
পুরস্কৃতদের নির্ধারিত কনটেন্ট বাংলাদেশ ছাত্রলীগের সামাজিক যোগাযোগ মাধ্যমসমূহ থেকে শেয়ার দেয়া হবে। বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ওয়েবসাইটের ব্লগ সেকশনে পুরস্কৃতদের নির্বাচিত প্রবন্ধ বা আর্টিকেল প্রকাশিত হবে।
পুরষ্কৃতদের সার্টিফিকেট, বই ও আকর্ষণীয় পুরষ্কার প্রদান করা হবে। এছাড়া তাদের বিভিন্ন ইউনিটের পদায়নের ক্ষেত্রেও মূল্যায়ন করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতৃবৃন্দের মাধ্যমে গঠিত জুরিবোর্ড ‘স্মার্ট এক্টিভিস্ট ইন সোশ্যাল মিডিয়া’ নির্বাচন করবে।
ছাত্রলীগের নেতৃত্বে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এরইমধ্যে যারা গ্রুপভিত্তিক ক্রিয়াশীল রয়েছেন, তারা এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হবেন।