হোম বিনোদন নোবেলের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩০ জানুয়ারি

বিনোদন ডেস্ক:

বিভিন্ন কারণে বিতর্কিত ও আলোচিত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। অগ্রিম টাকা নিয়েও কনসার্ট না করার অভিযোগ পাওয়া গেছে তার বিরুদ্ধে। সেই তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করা হয়েছে।

আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও, তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক হুমায়ুন কবির প্রতিবেদন দাখিল করেননি। তার করা সময় আবেদনের প্রেক্ষিতে ঢাকার সিএমএম আদালত আগামী ৩০ জানুয়ারি প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন।

প্রসঙ্গত ২০১৮ সালে কলকাতার সংগীতবিষয়ক রিয়ালিটি শো সারেগামাপায় অংশ নিয়ে ব্যাপক সাড়া ফেলেছিলেন নোবেল। এরপর ‘অভিনয়’, ‘তোমার মনের ভেতর’, ‘মেহেরবান’ প্রভৃতি মৌলিক গানেও নিজের মেধার প্রমাণ দিয়েছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন