হোম আন্তর্জাতিক নেপালে ভূমিধসে নদীতে ছিটকে পড়লো দুটি বাস, নিখোঁজ ৬৩

নেপালে ভূমিধসে নদীতে ছিটকে পড়লো দুটি বাস, নিখোঁজ ৬৩

কর্তৃক Editor
০ মন্তব্য 57 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:

নেপালের মদন-আশ্রিত মহাসড়কে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে সড়ক থেকে দুটি যাত্রীবাহী বাস ছিটকে পাশের ত্রিশূলি নদীতে ভেসে গেছে। এ ঘটনায় দুই বাসের চালকসহ ৬৩ জন নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (১২ জুলাই) স্থানীয় সময় ভোর সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ওই এলাকাটিতে প্রবল বৃষ্টিপাত হচ্ছিলো। খবর হিন্দুস্তান টাইমস।

এ বিষয়ে চিতওয়ানের প্রধান জেলা কর্মকর্তা ইন্দ্রদেব যাদব জানান, বাস দুটি মহাসড়ক দিয়ে যাতায়াতের সময় ভূমিধসের কবলে পড়ে। এতে দুটি বাস সড়কের নিচের উত্তাল নদীতে পড়ে যায়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে উভয় বাসে চালকসহ মোট ৬৩ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে। তবে টানা বৃষ্টিতে তল্লাশি কার্যক্রম চালাতে বেগ পেতে হচ্ছে।

দেশটির প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল সামাজিক যোগাযোগমাধ্যম এক্স পোস্টে বলেন, ‘নারায়ণগড়-মুগলিন মহাসড়ক অংশে ভূমিধসে দুটি বাস ভেসে যাত্রীদের নিখোঁজ হওয়ার খবরে আমি গভীরভাবে মর্মাহত। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে বন্যা ও ভূমিধসে বহু ক্ষয়ক্ষতি হয়েছে। খবরে আমি গভীরভাবে মর্মাহত। ইতোমধ্যে নিখোঁজদের উদ্ধারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের সব সংস্থাকে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

এদিকে প্রতিকূল আবহাওয়ার কারণে দেশটির রাজধানী কাঠমন্ডু থেকে ভরতপুরগামী সকল ফ্লাইট বাতিল করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন