রাজনীতি ডেস্ক:
নেত্রকোনার কেন্দুয়ায় রাতে হাঁসভর্তি পিকআপে আগুন দিয়েছে দুষ্কৃতকারীরা। শনিবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার কেন্দুয়া চিরাং সড়কের বাট্টা মোড়ে এ ঘটনা ঘটে।
উপজেলার কান্দিঊড়া ইউনিয়নের কান্দিঊড়া গ্রামের পিকআপের মালিক মনসুর মিয়া বলেন, ‘আমি বারহাট্টা থেকে ৭০০ হাঁস নিয়ে রাত ১১টার দিকে উপজেলার মোজাফফরপুর ইউনিয়নের গগডা গ্রামে নিয়ে যাচ্ছিলাম। এরই মধ্যে কেন্দুয়া চিরাং সড়কের বাট্টা মোড়ে পৌঁছলে কয়েকজন দুষ্কৃতকারী আমার হাঁসভর্তি পিকআপে আগুন জ্বালিয়ে দেয় এবং হাঁসগুলো লুট করে নিয়ে যায়। আমি লাফ দিয়ে কোনোভাবে জীবন বাঁচাই। এতে আমার ১০ লাখ টাকার পিকআপের সামনের অংশ পুড়ে ছাই হয়ে যায়।’
কেন্দুয়া থানার ওসি এনামুল হক বলেন, ‘দুষ্কৃতকারীরা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারার অপরাধ করেছে। হরতাল পালনকারীরা এ ঘটনা ঘটাতে পারে।’
তিনি বলেন, ‘প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে আসামিদের নাম ঠিকানা সংগ্রহের চেষ্টা করে তাদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। পিকআপটি থানা হেফাজতে রাখা হয়েছে।’