হোম জাতীয় নেত্রকোনায় শিক্ষার্থীদের মানববন্ধনে বাধা ছাত্রলীগের, সাংবাদিককে হুমকি

নেত্রকোনায় শিক্ষার্থীদের মানববন্ধনে বাধা ছাত্রলীগের, সাংবাদিককে হুমকি

কর্তৃক Editor
০ মন্তব্য 16 ভিউজ

জাতীয় ডেস্ক:

নেত্রকোনায় সুরক্ষিত বাংলাদেশ চাই দাবিতে ফেস্টুন হাতে দাঁড়ানোর সময় বাধা দিয়েছে ছাত্রলীগ। ছবি তুলতে গেলে চিত্র সাংবাদিকসহ অনেকের ফোন হাতিয়ে নেয় ছাত্রলীগের নেতারা।

শুক্রবার (২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় শহরের মোক্তারপাড়া প্রেসক্লাব সড়কে পাবলিক হলের সামনে সাধারণ শিক্ষার্থীরা সুরক্ষিত বাংলাদেশ দাবিতে দাঁড়াতে চেষ্টা করে।

এর মাঝে নেত্রকোনা মডেল থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ আসার পর ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের হাত থেকে ফেস্টুন মোবাইল কেড়ে নেয়। এসময় সংবাদ সংগ্রহের ছবি তোলাকালে সময়ের চিত্র সাংবাদিক আবু সুফিয়ানকে ঘেরাও করে হাত থেকে মোবাইল কেড়ে নেয়ার চেষ্টা করে ছাত্রলীগ।

ছাত্রলীগের সভাপতি প্রার্থী হাসিব ইবনে হান্নান হৃদমের নেতৃত্বে একদল সাধারণ ছাত্র ছাত্রীদের এলাকা ছাড়া করে দেয়। পাশাপাশি সাংবাদিকসহ বিভিন্ন সংস্থার লোকদের মোবাইল ফোন কেড়ে নিয়ে ভিডিও ডিলিট করে দেয়। এসময় তারা বলেন, ভিডিও করলেও ছাত্রলীগের অনুমতি নিতে হবে।

এ ব্যাপারে মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কালাম বলেন, ‘আমি পরে দেখে বললাম সাংবাদিকদের ছেড়ে দিতে।
আমি পরে এসেছি। নিজেও শিক্ষার্থীদের চলে যেতে বলেছি।’

এদিকে চিত্র সাংবাদিক আবু সুফিয়ান বলেন, ‘পুলিশ আসার পর তাদের ছবি নেয়ার সময় আমার পিছনেই ওসি দাঁড়িয়েছিলেন। এসময় হৃদম আমাকে আটকে ছবি ডিলিট করায়। তাদের অনুমতি ছাড়া ছবি তোলা যাবে না।’

উল্লেখ্য, বিএনপি আমলের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দন্ডপ্রাপ্ত লুৎফুজ্জামান বাবরের ঘনিষ্ঠজন জেলা বিএনপির সাবেক সহসভাপতি মান্নান তালুকদারের ভাগ্নে এ ছাত্রলীগের সভাপতি প্রার্থী হাসিব ইবনে হান্নান হৃদম।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন