হোম ফিচার নেই ট্রাফিক ব্যবস্থা যানজটের শহর কালীগঞ্জ প্রায় ঘটছে ছোটবড় র্দূঘটনা

শিপলু জামান, ঝিনাইদহ :

শহরে যানবাহন রাখার কোনো নির্দিষ্ট বৈধ স্ট্যান্ড না থাকায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পৌর শহর এখন যানজটের শহরে পরিণত হয়েছে।

জনগুরুত্বপূর্ণ কালীগঞ্জ পৌর শহরে যানজট নিরসনের কোনো সুষ্ঠু ব্যবস্থা বা জনসাধারণের চলাচলের জন্য ট্রাফিক আইন প্রয়োগ না থাকায় কালীগঞ্জবাসীর জন্য যানজট নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যার সমাধানে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেয়া হচ্ছে না। ফলে দীর্ঘদিন ধরে সমস্যাটি স্থায়ী হয়ে দাঁড়িয়েছে।

জানা গেছে, বর্তমানে কালীগঞ্জ পৌর শহরে প্রায় শতাধিক চার্জার রিকশা, ৩ শতাধিক ভ্যান, ৩ শতাধিক ব্যাটারিচালিত অটো চার্জার নছিমন করিমন তিনচাকার যানবাহন ও রয়েছে। এই বিপুল পরিমাণ যানবাহন রাখার জন্য শহরে নেই কোনো ব্যবস্থা।

পৌর কর্তৃপক্ষ শহরে যানবাহন অবস্থানের জন্য কোনো স্ট্যান্ড তৈরি করতে পারেনি। এ কারণে শহরজুড়ে বিক্ষিপ্তভাবে সকল প্রকার যানবাহন চলাচল করে।ফলে সৃষ্টি হয় ভয়াবহ যানজট।

শহর ঘেঁষে সিএসডি খাদ্যগুদাম, বাফার সার গুদাম, প্রতিনিয়ত মালামাল লোড আনলোড করে শহরের মধ্য দিয়ে চলাচল করে। এমনকি দক্ণি পূর্বাঞ্চলের ঢাকা, খুলনা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া এবং পশ্চিমাঞ্চলের রাজশাহী, সহ সকল প্রকার যানবাহন এ শহরের একমাত্র রাস্তা দিয়ে চলাচল করায় প্রতিনিয়ত যানজট সৃষ্টি হয়।

অপরদিকে স্থানীয় পুলিশ প্রশাসনের চোখের সামনে শহরের জনগুরুত্বপূর্ণ রাস্তার ওপর বাস রেখে যাত্রী তোলার কারণে যানজট আরও প্রকট আকার ধারণ করে। এতে স্থানীয় জনসাধারণ বা পথচারীরা হাইওয়েপুলিশ ফাঁড়ির কর্মকর্তাকে অবগত করলেও রহস্যজনক কারণে তারা এ বিষয়ে নীরব থাকেন।

শহরের জনগুরত্বপূর্ণ স্থানে স্বল্প সময়ে জন্য পুলিশ থাকলেও ট্রাফিক আইন প্রয়োগ না করার কারণে অবাধে খেয়াল খুশিমতো যানবাহন চলাচল করায় এ শহরের প্রায় সব রাস্তায় সব সময় যানজট লেগেই থাকে। যানজটের কারণে স্কুল, কলেজপড়ুয়া ছাত্র-ছাত্রীরা স্কুল কলেজে সময় মতো পৌঁছতে পারে না। বেশির ভাগ দুর্ভোগের শিকার হতে হয় করেন।

গত ১২ বছর ধরে আলাদা ট্রাফিক ব্যবস্থা বা ট্রাফিক সার্জন না থাকায় এখন পর্যন্ত এ জনগুরুত্বপূর্ণ শহরে ভয়াবহ যানজট লেগে থাকে সব সময়। বিশেষ করে শহরের হাসপাতাল সড়ক, পুরাতনবাজার, নিমতলা, নলডাঙ্গা রোডে যানযট লেগেই থাকে ।

কালীগঞ্জ ৩নং ওয়ার্ডের পৌরবাসী পরিতোষ বাবু বলেন, ইজিবাইক কারনে শহরে যানযট থাকে প্রায় ঘটে ছোটবড় দূঘটনা । জীবনের ঝুকি নিয়ে চলাচল করতে হয় আমাদের ।

এ বিষয়ে পুলিশ বারবাজার হাইওয়ে থানার ওসি মেজবাউর রহমান বলেন, পুলিশ সদস্যদের দিয়ে সব সময় যানজট নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন