বিনোদন ডেস্ক:
দক্ষিণ ভারতের কন্নড় সিনেমার সুপারস্টার যশ। সোমবার (৮ জানুয়ারি) তার জন্মদিনে ভক্তরা অভিনেতার জন্য রেখেছিল একাধিক সারপ্রাইজ। আর এ সারপ্রাইজের আয়োজনেই প্রাণ হারায় যশের তিন ভক্ত। আহত হন আরও তিনজন।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যায়, মর্মান্তিক এ ঘটনার পর মৃত ব্যক্তিদের পরিবারের সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে ছুটে যান যশ। সেখান থেকে আহতদের দেখতে হাসপাতালেও ছোটেন তিনি। এছাড়া অভিনেতা আহতদের চিকিৎসার খরচ বহন করার কথাও জানিয়েছেন।
যশ জানান, ভক্তদের কাছ থেকে এ ধরনের উন্মাদনা আশা করেননি তিনি। ভক্তদেরকে তাদের পরিবারের জন্য দায়বদ্ধ আচরণ করার জন্য অনুরোধ করেছেন।
অভিনেতা বলেন, আপনি যেখানে আছেন সেখান থেকেই আমাকে শুভেচ্ছা জানান, এটিই আমার প্রাপ্তি। এমন দুঃখজনক ঘটনা জন্মদিনে নিজেকে ভীত করে তোলে। এভাবে ‘ফ্যান্ডম’ দেখাবেন না; দয়া করে এভাবে ভালোবাসা প্রকাশ করবেন না। সবার কাছে অনুরোধ, ব্যানার টাঙাবেন না, বাইক রেস করবেন না, ঝুঁকি নিয়ে সেলফি তুলবেন না।
ভক্তদের উদ্দেশে যশ আরও বলেন, ‘আমি চাই, আমার সমস্ত দর্শক জীবনে আমার মতো বেড়ে উঠুক। আপনারা যদি আমার সত্যিকারের ভক্ত হয়ে থাকেন, তবে নিজের কাজটি মন দিয়ে করুন। সফলতা না আসা পর্যন্ত পরিশ্রম করে যান। মনে রাখবেন, আপনি আপনার পরিবারের কাছে সবকিছু। পরিবারকে গর্বিত করাই আপনার জীবনের লক্ষ্য।’
এ দুর্ঘটনার বিষয়ে লক্ষ্মেশ্বর থানার পুলিশ বলছে, ব্যানারটিতে ধাতব ফ্রেম ছিল, আর এ কারণেই বিদ্যুৎ তারের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। আমরা দ্রুতই এর তদন্ত শুরু করব।
প্রসঙ্গত, কেজিএফ খ্যাত তারকা ২০০৭ সালে ‘জাম্বাদা হুডুগি’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজরে পড়েন। দেশ ও দেশের বাইরে দ্রুত পেয়ে যান তারকা খ্যাতি। প্রতিবছরই এ তারকা জন্মদিন উদযাপন করেন অসংখ্য ভক্তদের উপস্থিতিতে।