জাতীয় ডেস্ক :
বরিশালে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ শিকার করায় চারজনকে একবছরের সশ্রম কারাদণ্ড ও দুজন অপ্রাপ্ত বয়স্কের মুচলেকা রেখে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় পাঁচ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
হিজলা নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিকাশ চন্দ্র দে জানান, বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাত ১২টা থেকে নৌপুলিশ, মৎস্য কর্মকর্তা ও কোস্টগার্ডের সমন্বয়ে অভিযান পরিচালনা শুরু হয়। অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ শিকার করায় ছয়জনকে আটক করেছেন নৌপুলিশ।
আটকরা হলেন- হিজলা উপজেলার পূর্ব-খাগেরচর এলাকার সাইফুল মল্লিক (৩০), নাজমুল শিকদার (২৫), নুরুল ইসলাম তালুকদার (২৭) ও চর বিশোরের কাউসার মোল্লা (২৫)। প্রত্যেককে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদার।
মোহাম্মদ তারেক হাওলাদার জানান, আটক হওয়া চর বিশোর এলাকার মো. মিরাজ (১৬) ও মো. ইমরান (১৫) অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় অভিভাবকদের কাছে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়। জব্দ হওয়া কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।