হোম এক্সক্লুসিভ নির্বাচনে ভারতের হস্তক্ষেপের কথা জানা নেই: ওবায়দুল কাদের

রাজনীতি ডেস্ক:

বাংলাদেশের কোনো নির্বাচনে ভারতের হস্তক্ষেপ ছিল না বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২০ জুন) রাজধানীর স্বামীবাগ ইসকন মন্দিরে রথযাত্ৰা উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‌‘ভারত এসে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে দেবে এমন উদ্ভট চিন্তা করে না আওয়ামী লীগ। বাংলাদেশের কোনো নির্বাচনে ভারতের হস্তক্ষেপের কথা আমার জানা নেই; নির্বাচন নিয়ে তাদের কোনো প্রশ্ন আছে কি না তাও জানা নেই।’

ভারতের প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের সঙ্গে বাংলাদেশের রাজনীতির কোনো সম্পর্ক নেই। একটা গণতান্ত্রিক দেশ হিসেবে ভারতীয় প্রধানমন্ত্রীর কিছু করার আছে কি না তা তার নিজস্ব বিষয়। নির্বাচন নিয়ে ভারতের অবস্থানের বিষয়ে আমরা জবাব দেবো না, তাদের কাছে জানতে পারেন।’

এদিকে নির্বাচনকে সামনে রেখে কারও কারও আশঙ্কা ঘুরপাক খায় উল্লেখ করে তিনি আরও বলেন, নির্বাচনের আগে অনেকে আতঙ্কগ্রস্ত হয়। যতবারই নির্বাচনকে সামনে রেখে আশঙ্কা বেশি ছিল ততবারই রাজনীতির আকাশ পরিষ্কার ছিল। অন্ধকার যতই ঘনিয়ে আসে ততই আরও ঝলমল সকাল এগিয়ে আসে।

এ সময় তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেন, ‘কোনো বাইরের শক্তির পরামর্শে নির্বাচন হবে না, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী।’

‘যাদের নিজেদের গণতন্ত্র প্রশ্নবিদ্ধ তারা কীভাবে আমাদের গণতন্ত্রের ছবক দেয়’, প্রশ্ন রাখেন তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন