হোম রাজনীতি নির্বাচনে অংশ না নিলে বিএনপির কবর রচনা হবে: কামরুল ইসলাম

রাজনীতি ডেস্ক:

বিএনপি না এলেও যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। নির্বাচনে অংশ না নিলে দলটির কবর রচনা হবে বলেও মনে করেন তিনি।

শনিবার (১৭ জুন) বিকেলে রাজধানীর শ্যামপুর শিল্প এলাকায় মহানগর দক্ষিণ যুবলীগের ঢাকা-৪ সংসদীয় আসনের ৭টি ওয়ার্ডের ইউনিটসমূহের ত্রি-বার্ষিক সম্মেলনে কামরুল ইসলাম এ মন্তব্য করেন।

নির্বাচনকে ভয় পায় বলেই বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য। তাই বিএনপির সব ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

কামরুল ইসলাম বলেন, বিএনপি অনির্বাচিত সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়। তারা নির্বাচন চায় না, তারা নির্বাচনকে ভয় পায়। তারা শেখ হাসিনাকে হত্যা করতে চায়।

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপির সঙ্গে জনগণ নেই। তত্ত্বাবধায়ক সরকার আর কখনো বাংলার মাটিতে হবে না।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, তারা সতর্ক হয়ে যান। ‘কোনো দেশের ঘাঁটি বাংলাদেশে প্রতিষ্ঠা করতে দেবেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা’, যোগ করেন কামরুল ইসলাম।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন