হোম রাজনীতি নির্বাচন সুষ্ঠু না হলে সরকার আন্তর্জাতিক সংকটে পড়বে: তৈমূর

নির্বাচন সুষ্ঠু না হলে সরকার আন্তর্জাতিক সংকটে পড়বে: তৈমূর

কর্তৃক Editor
০ মন্তব্য 110 ভিউজ

রাজনীতি ডেস্ক:

নির্বাচন সুষ্ঠু না হলে সরকার আন্তর্জাতিক সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-১ আসনের (রূপগঞ্জ) তৃণমূল বিএনপির প্রার্থী ড. তৈমূর আলম খন্দকার।

তিনি বলেছেন, রূপগঞ্জে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দুই নেতা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হওয়ায় তাদের দলের মধ্যে বিভক্তি হয়েছে। ভোটাররাও বিভক্ত হয়ে গেছে। এতে আমার জনপ্রিয়তা অনেক বেড়েছে।

সোমবার (১ জানুয়ারি) দুপুরে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন বাজারে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণার সময় সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন।

তবে সুষ্ঠু নির্বাচনের সঙ্গে সব প্রার্থীকে সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়ে তৃণমূল বিএনপির মহাসচিব বলেন, নির্বাচন সুষ্ঠু না হলে সরকার আন্তর্জাতিক সংকটে পড়বে। তাই আমি মনে করি নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হলে সব প্রার্থীকে সমষ্টিগতভাবে সহানুভূতিশীল হয়ে কাজ করতে হবে।

এছাড়া ভোটের দিন সারা দেশে ভোট কেন্দ্রগুলোতে তৃণমূল বিএনপির পোলিং এজেন্টদের অবস্থান নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি দাবি জানান তৈমূর আলম খন্দকার। তার দলের পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিলে পরিণতি খারাপ হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন