হোম রাজনীতি নির্বাচন যত দেরিতে হবে দেশে ততই সংঘাত সৃষ্টি হবে: গয়েশ্বর

নির্বাচন যত দেরিতে হবে দেশে ততই সংঘাত সৃষ্টি হবে: গয়েশ্বর

কর্তৃক Editor
০ মন্তব্য 7 ভিউজ

অনলাইন ডেস্ক:
নির্বাচন যত দেরিতে হবে দেশে ততই সংঘাত সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার বিকেল ৩টা ৪০ মিনিটে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সংগঠনটির কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক কৃষিবিদ হাসান জাফির তুহিনের সভাপতিত্বে এ আলোচনা সভা হয়।

সভায় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, বিএনপি’র যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ প্রায় ৯০০ নেতাকর্মী অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গত ১৬ বছরে আওয়ামী শাসনের আমলে দেশের মানুষ গুম-খুন, দুর্নীতির শিকার হয়েছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অসংখ্য ছাত্র জনতা আহত-নিহত হয়েছে। লুটপাটের কারণে বৈদেশিক ঋণের বোঝা বাংলাদেশের জনগণের মাথায় চেপে আছে।

তিনি বলেন, দেশের উন্নয়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে কৃষকদের প্রতি গুরুত্ব দিতে হবে। অন্তবর্তীকালীন সরকার নির্বাচনের দিকে হাঁটছেন না, তারা সংস্কার নিয়ে ব্যস্ত। আসলে তারা কী সংস্কার করতে চান সেটাই জানার বিষয়। নির্বাচন যত দেরিতে হবে দেশে ততই সংঘাত সৃষ্টি হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন