হোম রাজনীতি নির্বাচন নিয়ে ভারতে যে কথা হলো জিএম কাদেরের

রাজনীতি ডেস্ক:

ভারত বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন চায় বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

বুধবার (২৩ আগস্ট) ভারত থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের একথা জানান তিনি।

জাতীয় পার্টি নির্বাচন বর্জনের পক্ষে না বলেও মত দেন তিনি।

জিএম কাদের বলেন, ভারতে বেশ কয়েকজনের সাথে বৈঠক হয়েছে, সেগুলো বলা যাবে না। ভারত চায়, নির্বাচনের আগে-পরে যেন সহিংসতা না হয়।

তিনি বলেন, ভারত চায় জাতীয় পার্টির মধ্যস্থতায় রাজনৈতিক দলগুলো সমঝোতায় আসুক।

চারদিনের ভারত সফর শেষে আজ দেশে ফেরেন জাপা চেয়ারম্যান জিএম কাদের। সন্ধ্যা ছয়টায় দিকে তাকের বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে জড়ো হন দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এর আগে, ভারত সরকারের আমন্ত্রণে গত রোববার নয়াদিল্লি যান তিনি। তার সফরসঙ্গী ছিলেন তার স্ত্রী শেরিফা কাদের এমপি ও জাপা চেয়ারম্যানের বিশেষ দূত মাশরুর মাওলা।

এদিকে জিএম কাদেরের ভারত সফরকালে জাতীয় পার্টিতে একটি নাটকীয় ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো দলের প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ সাক্ষরিত এক চিঠিতে তাকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করা হয়। এই ঘটনা নিয়ে দলে তোলপাড় শুরু হয়। দলের বেশ কয়েকজন নেতা রওশন এরশাদের চেয়ারম্যান হওয়ার খবরকে ভুয়া বলে উল্লেখ করেন।

এদিকে নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করে রওশন এরশাদের নামে যে বিজ্ঞপ্তি এসেছে, তার সত্যতা নাকচ করেছেন তার রাজনৈতিক সচিব গোলাম মসীহ। বুধবার তিনি বলেন, এ বিষয়ে রওশন এরশাদ কিছুই জানেন না।

ভারত থেকে ফিরে এই বিষয়টি নিয়েও কথা বলেছেন জিএম কাদের। তিনি বলেন, কুচক্রিরা দলে বিভেদ তৈরির জন্য ঘটনাটি ঘটিয়েছে। রওশন এরশাদের সাথে খুব সুসম্পর্ক আমার। তার সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নেই। কিছু মানুষ ওনার অসুস্থতার সুযোগ নিচ্ছে।

দেবর-ভাবীর দ্বন্দ্ব বলে বিভিন্নভাবে কিছু মানুষ উস্কানি দিচ্ছে দাবি করে কাদের বলেন, জাতীয় পার্টির ইমেজ সংকট তৈরি করার চেষ্টা চলছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন