জাতীয় ডেস্ক:
নির্বাচন নিয়ে দুই দলের আলোচনার সময় এখনও আসেনি বলে মন্তব্য করেছে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার (৭ জুন) দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
হাছান মাহমুদ বলেন, বিএনপির সাথে আলোচনায় বসে কোনো লাভ নেই। এর আগে ইসির সংলাপে বিএনপি অংশ নেয়নি। তবে, কমিশন যদি দুই দলকে ডাকে, তাহলে আওয়ামী লীগ সংলাপে বসবে।
তিনি আরও বলেন, সংলাপ নিয়ে আমির হোসেন আমুর বক্তব্য ব্যক্তিগত। এ বক্তব্য নিয়ে আওয়ামী লীগে আলোচনা হয়নি, এমনকি ১৪ দলেও আলোচনা হয়নি। আর গণমাধ্যমে তার বক্তব্য ভুলভাবে এসেছে। বিএনপি ভোট বানচালের ষড়যন্ত্র করছে বলেও জানান তিনি।