হোম খেলাধুলা ‘নির্বাচকরা চায় রোহিত-কোহলি ব্যর্থ হোক’

‘নির্বাচকরা চায় রোহিত-কোহলি ব্যর্থ হোক’

কর্তৃক Editor
০ মন্তব্য 18 ভিউজ

স্পোর্টস ডেস্ক:
টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন ভারতের দুই তারকা ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। তবে ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন তারা। ২০২৭ সালের বিশ্বকাপে খেলতে চান এই দুই কিংবদন্তি ব্যাটার।

২০২৭ বিশ্বকাপ আসতে রোহিতের বয়স হয়ে যাবে ৪০, কোহলির ৩৮। তাই তাদের বাদ দিয়ে বিশ্বকাপের পরিকল্পনা সাজানোর একটা আলোচনা জোরালো হয়েছিল। তবে সদ্য শেষ হোওয়া অস্ট্রেলিয়া সিরিজে খেলেছেন এই দুই ক্রিকেটার।

প্রথম দুই ওয়ানডেতেই ব্যর্থ হয়েছিলেন রোহিত-কোহলি। দ্বিতীয় ম্যাচে রোহিত রানে ফিরলেও টানা দুই ডাক মেরেছিলেন কোহলি। তবে তৃতীয় ওয়ানডেতে ঠিক নিজেদের জাত চেনান এই দুই তারকা। রোহিত ১২১ ও কোহলি ৭৪ রানে অপরাজিত থেকে দলকে ৯ উইকেটের জয় এনে দিয়েছেন।

রোহিত-কোহলির রানের ফেরার দিনে ভারতীয় দলের নির্বাচকদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন দেশটির সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ। তার মতে, দেশটির নির্বাচকরা চায় রোহিত-কোহলি ব্যর্থ হোক।

নিজের ইউটিব চ্যানেলে কাইফ বলেন, ‘তারা (রোহিত-কোহলি) জানে যে লোকজন তাদের ব্যর্থতার জন্য অপেক্ষায় আছে। নির্বাচক আছে, কিছু মিডিয়া আছে। কিন্তু এখন তাদের দৃঢ়তা দেখেন। শান্ত হলেও চোখে আগুন। তারা কাউকে বের (জাতীয় দল থেকে) করে দেওয়ার সুযোগ দেবে না।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন