হোম খেলাধুলা নির্ধারিত সময়ের একদিন আগে হবে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ

স্পোর্টস ডেস্ক:

এশিয়া কাপের মঞ্চে বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তানের গাদ্দাফি স্টেডিয়ামে গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ রোববার (৩ সেপ্টেম্বর)। কাকতালীয়ভাবে একই দিন বাংলাদেশ ফুটবল দলও লড়বে আফগানিস্তান ফুটবল দলের বিপক্ষে। ম্যাচটি একদিন পরে হওয়ার কথা থাকলেও সেটিকে এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৪ সেপ্টেম্বর হওয়ার কথা ছিল সিরিজের প্রথম ম্যাচ। কিন্তু দুই দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের সিদ্ধান্তে ম্যাচটির সূচি একদিন এগিয়ে আনা হয়েছে।

সমস্যাটা ছিল আফগানিস্তানের। সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে তিনটি ম্যাচ খেলতে চায় তারা। এর মধ্যে দুটিই তারা খেলতে চায় ফিলিপাইনের বিপক্ষে। তাই বাংলাদেশকে তারা আগেই জানিয়েছিল, দুই ম্যাচের একটি ফিফা উইন্ডোর বাইরে রাখতে। বাংলাদেশে আসার পরেও তারা এটি জানিয়েছে। আফগানিস্তানের দাবির পরিপ্রেক্ষিতে বাফুফে ফিফা ও এএফসির কাছে আবেদন করে। শুক্রবার (১ সেপ্টেম্বর) ফিফা এবং এএফসি আবেদন মঞ্জুর করে।

রোববার (৩ সেপ্টেম্বর) আফগানদের বিপক্ষে ফুটবলের লড়াইয়ে বসুন্ধরা কিংস অ্যারেনায় মাঠে নামবে জামাল-রাকিবরা। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক অভিষেক হতে যাচ্ছে বসুন্ধরা গ্রুপের নিজস্ব মাঠ কিংস অ্যারেনার।

দুই ম্যাচের সিরিজ খেলতে বেশ কয়েকদিন আগেই বাংলাদেশে পা রেখেছে আফগানরা। ম্যাচকে ঘিরে প্রস্তুতও হতে শুরু করেছে তারা। সিরিজের দ্বিতীয় ম্যাচও একই ভেন্যুতে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর)।

প্রথম ম্যাচের দিন এগিয়ে আসলেও সময়সূচি অবশ্য ঠিকই রয়েছে। রোববার বিকেল পাঁচটায় কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন