হোম আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকের দাবি: গাজায় স্থল হামলা চালিয়ে পার পাবে না ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক:

টানা এক সপ্তাহ ধরে বিমান হামলা চালানোর পর গাজায় স্থল অভিযান শুরু করেছে ইসরাইলি বাহিনী। এর মধ্য দিয়ে নতুন করে সংঘাত, সহিংসতা শুরু হবে বলে শঙ্কা অনেকের। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, গাজায় শুরু করা স্থল অভিযানে হামাসের বিরুদ্ধে এত সহজে সাফল্য পাবে না ইসরাইলি বাহিনী।

আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক ইউসুফ আলাবারদা সংবাদমাধ্যম আল-জাজিরাকে জানিয়েছেন, স্থল হামলা চালিয়ে হামাসকে সহজেই প্রতিহত করা যাবে- ইসরাইলি বাহিনীর এমন আত্মবিশ্বাস তাদের নিজেদের জন্যই বিপদ ডেকে আনতে পারে।

তিনি বলেন, ‘ইসরাইল হামাসকে নিশ্চিহ্ন করার এবং বেসামরিক ফিলিস্তিনি নাগরিকদের সরিয়ে দেয়ার চেষ্টা করবে। কিন্তু বাস্তবতা এত সহজ নয়।’

তার মতে, হামাসের কাছে ১০০ জনেরও বেশি ইসরাইলি বন্দী রয়েছেন এবং স্থলভাগের যুদ্ধের কারণে তারা এখন আরও ইসরাইলি সৈন্যদের বন্দী করতে সক্ষম হবে।

হামলা শুরু করার আগে গাজা থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়ার নির্দেশ দেয় ইসরাইলি বাহিনী।

তবে ইউসুফ আলাবারদা বলেছেন, ‘জ্বালানী ও বিদ্যুৎ সংকটের মধ্যে ১১ লাখ ফিলিস্তিনিকে সরিয়ে নেয়ার কথা বলা সহজ, কিন্তু করা কঠিন।’

এছাড়া স্থলভাগের যুদ্ধে সাধারণ ফিলিস্তিনিদের অনেকেই হামাসের সঙ্গে যোগ দিতে পারে বলে জানিয়েছেন তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন