হোম খেলাধুলা নিবন্ধন আটকে দিল লা লিগা, অনিশ্চিয়তায় লেভানদোভস্কি-রাফিনিয়ারা

খেলাধূলা ডেস্ক :

লা লিগার নতুন মৌসুম শুরু হবে শনিবার (১২ আগস্ট)। একদিন পরই মাঠে নামবে বার্সেলোনা। অথচ এখনও দলে ভেড়ানো ফুটবলারদের নিবন্ধন করতে পারেনি কাতালানরা। ফলে লা লিগায় মাঠে নামা নিয়ে অনিশ্চয়তায় আছে রবার্ট লেভানদোভস্কি, রাফিনিয়ারা।

দ্য গার্ডিয়ান লা লিগা কর্তৃপক্ষে বরাত দিয়ে জানিয়েছে, ক্লাবটির ফুটবলার কেনার সঙ্গে বেচার সামঞ্জস্য নেই। যে কারণে বেতন-ভাতা শোধ করার সামর্থ্য নেই ক্লাবটির। তাদের আর্থিক কাঠামোয় ১৫০ মিলিয়ন ইউরো ঘাটতি আছে। যার কারণে নতুন মৌসুমে দল যোগ দেয়া লেভানদোভস্কি, রাফিনিয়া, জুলেস কুন্দে, আন্দ্রেস ক্রিস্টেনসেনদের নিবন্ধন আটকে দিয়েছে লিগ কর্তৃপক্ষ।

স্প্যানিশ সংবাদ মাধ্যম কাদেনা কোপের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান জানিয়েছে, বার্সেলোনা টিভি, স্টুডিওর স্বত্ত্ব এবং স্পোর্টিফাইয়ের কাছে জার্সির স্বত্ব বিক্রি করে ৬৬৭ মিলিয়ন ইউরো আয় করতে পেরেছে বলে দাবি করেছে। কিন্তু লিগ কর্তৃপক্ষের হিসেবে দেখা যায়, বার্সা বিভিন্ন খাত থেকে মোট ৫১৭ মিলিয়ন ইউরো আয় করতে পেরেছে। বাকি ১৫০ মিলিয়ন ইউরো এসেছে ক্লাবের নিজস্ব ফান্ড থেকে। যেটাকে বৈধ বলছে ক্লাবের অডিটর গ্রান্ট থর্নটন। তবে এ অর্থ নতুন আয়ের বা স্বত্ব বিক্রির অংশ নয় বলে লিগ কর্তৃপক্ষ বিষয়টিকে অনায্য হিসেবে দেখছে।

সমস্যা সমাধানে লা লিগা কর্তৃপক্ষ বার্সাকে খেলোয়াড় বিক্রি করে এবং বেতন কমিয়ে ওই ঘাটতি অর্থ পূরণ করার পরামর্শ দিয়েছে। তবে লিগ শুরুর মাত্র তিন দিন আগে ফুটবলার বিক্রি করে ও বেতন কমিয়ে এ অর্থ যোগ করা প্রায় অসম্ভব কাতালানদের জন্য। ফলে রায়ো বায়েকানোর বিপক্ষে বিপক্ষে আগামী ১৩ আগস্ট রাতে লা লিগায় অভিষেক হচ্ছে না লেভানদোভস্কি, রাফিনিয়াদের এটা প্রায় নিশ্চিত।

ট্রান্সফার মার্কেটের হিসেব অনুযায়ী গ্রীষ্মের এ দল বদলের মৌসুমে লেভানদোভস্কিকে ৪৫ মিলিয়ন ইউরো খরচে বায়ার্ন থেকে দলে ভিড়িয়েছে বার্সা। ৫৮ মিলিয়ন ইউরো খরচে লিডস ইউনাইটেড থেকে রাফিনিয়াকে ও ৫০ মিলিয়ন ইউরো খরচে সেভিয়া থেকে কুন্দেকে দলে টানে কাতালানরা। বিপরীতে কৌতিনিও ও ফ্রানসিস্কোকে বিক্রি করে এ মৌসুমে তাদের আয় মাত্র ২৩ মিলিয়ন ইউরো। দল বদলের বাজারে আয়ের তুলনায় তাদের ব্যয় প্রায় সাত গুণ বেশি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন