জাতীয় ডেস্ক :
নিজ ঘর থেকে জান্নাতুল মাওয়া দিশা নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (০৬ জুন) দুপুরে ঢাকার মোহম্মদপুর থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত দিশা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ছাত্রী। তার গ্রামের বাড়ি যশোর জেলায়।
দিশার বিভাগ সূত্রে জানা যায়, দুই বছর আগে তার বিয়ে হয়। স্বামীর ব্যবসা সূত্রে প্রতি সপ্তাহে তিনি ঢাকায় যেতেন। দুপুরে তার নিজ রুমে গলায় ফাঁস দেয়া অবস্থায় দিশাকে পাওয়া যায়। পরে দিশাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার স্বামীকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নাট্যকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. এস এম ফারুক হোসাইন।
তিনি বলেন, দিশা মারা গিয়েছে এটা আমি নিশ্চিত হয়েছি। তবে এটি অত্যন্ত দুঃখজনক। আমি তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। কেন মারা গিয়েছে এ সম্পর্কে আমি এখনো জানি না।