জাতীয় ডেস্ক :
নিখোঁজের ৮ ঘণ্টা পর জামালপুরের ইসলামপুর উপজেলার যমুনার চর থেকে হাত-পা বাঁধা অবস্থায় মো. জহুরুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ীকে জীবিত উদ্ধার করেছে স্থানীয় জেলেরা।
শনিবার (১৯ নভেম্বর) সকাল ৬ টায় তাকে উদ্ধার করা হয়। মো. জহুরুল ইসলাম উপজেলার নাংলা ইউনিয়নে নলকুড়ি এলাকার মানিক মণ্ডলের ছেলে। বর্তমানে তিনি জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।
পরিবারের সদস্যরা জানায়, জহুরুল ইসলাম রাজধানীতে ব্যবসা করেন। শুক্রবার বিকেলে তিনি বাড়িতে আসেন। সন্ধ্যায় তার বাড়ির পাশেই বোন জামাইয়ের বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে রাতের খাবার খেয়ে রাত ১০ টার দিকে নলকুড়ি নতুন বাজারে আসার পর থেকেই নিখোঁজ হন।
শনিবার সকালে পাশের উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের যমুনার চরে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখেন এক জেলে, তার ডাকে স্থানীয় জেলেরা ওই ব্যবসায়ীকে উদ্ধার করে।
জহুরুল ইসলামের বাবা মানিক মণ্ডল বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে আমার ছেলেকে রাতে বাজার থেকে তুলে নিয়ে যমুনার চরে মেরে ফেলতে চেয়েছিল। আমাদের বাড়ির পাশে মুক্তা ও করিমের সঙ্গে জমি নিয়ে মামলা চলছে। কয়েকদিন আগে তারা আমার ছেলেকে মেরে ফেলার হুমকিও দিয়েছিল। ঠিক তার এক সপ্তাহ পরেই এ ঘটনা ঘটলো।
নোয়ারপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড ইউপি সদস্য সুরুজ্জামান বলেন, ‘সকাল ৬টার দিকে বাড়িতে কয়েকজন জেলে এসে খবর দেন যমুনারচরে এক লোক হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে। পরে উদ্ধার করে বাঁধন খুলে দেখি একটু করে নিঃশ্বাস নিচ্ছে। প্রাথমিকভাবে তাকে আমার বাড়িতে নিয়ে আসি। এরমধ্যেই ওই লোকের পরিবারের লোকজন আসেন। পরে পরিবারের লোকেরা তাকে হাসপাতালে ভর্তি করান।’
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না, বিষয়টি মাত্রই জানলাম।’
