জাতীয় ডেস্ক :
রাজধানীর মিরপুরের পল্লবী এলাকা থেকে উচ্চশিক্ষার জন্য ঘর থেকে টাকা পয়সা শিক্ষা সনদপত্র নিয়ে নিখোঁজ হয়েছেন তিন কলেজছাত্রী।
পরিবার বলছে, তারা উচ্চ শিক্ষার জন্য একটি পাচারকারীর খপ্পরে পড়ে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত তিনজনকে আটক করেছে।
রাজধানীর পল্লবীর প্যারিস রোডে একই এলাকায় বসবাস করতো নিশা (নিশি), স্নেহা ও বীনা। সবাই দ্বাদশ শ্রেণির ছাত্রী। পরিবার জানায়, তরিকুল নামে তাদের এক বন্ধু বিদেশে উচ্চশিক্ষার জন্য লোক পাঠায়। উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার লোভে পড়ে যোগাযোগ শুরু করে কথিত এ বন্ধুর সঙ্গে। মাঝে মাঝে তারা অনলাইনে জাপানি ভাষাও শিখতো। হঠাৎ করে বৃহস্পতিবার সকালে তিনজনই নিখোঁজ হয়। নিশার পরিবার জানায়, বাসা থেকে নিশা ৬ লাখ টাকা ও স্কুল সার্টিফিকেট নিয়ে বের হয়ে আর ফেরেনি।
স্নেহার মায়ের দাবি, বাসা থেকে ১৮ হাজার টাকা স্বর্ণালংকার নিয়ে নিখোঁজ হয়েছে তার মেয়ে। নিশার মাধ্যমেই পরিচয় তরিকুলের সঙ্গে।
স্নেহার মা বলেন, আমার মেয়ে আমায় বলেছে আম্মু সাড়ে ১২টার দিকে এসে যাব। কলেজ থেকে এসে কোচিংয়ে যাব। তারপর আমি দুইটার দিকে কোচিংয়ে গিয়ে শিক্ষককে জিজ্ঞাসাবাদ করি, তারা আমায় বলে সে আসিনি।
অভিযুক্ত তরিকুল ও তার বন্ধু রফিকুলসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আ স ম মাহতাব উদ্দিন বলেন, তরিকুলকে আটক করা হয়েছে। তরিকুল হচ্ছে আইটি এক্সপার্ট, সে হচ্ছে এই যে নিশা, নিশার বন্ধু। তার আবার এক বান্ধবী আছে সে আবার টিকটকের জিনিয়া নাম, সে আবার টিকটিক করে। তরিকুল হচ্ছে তার বন্ধু। এই কানেকশন দেখার জন্য তাকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যতগুলো ইস্যু আছে সব মাথায় রেখে কাজ করা হচ্ছে।
নিখোঁজ তিন বান্ধবী টিকটককারীদের খপ্পরে পড়েছে কিনা তাও খতিয়ে দেখছে হচ্ছে বলেও জানান তিনি।
