খেলাধূলা ডেস্ক :
ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে হেরেছে ভারত নারী দল। বৃহস্পতিবার (১০ মার্চ) টিম ইন্ডিয়ার হার ৬২ রানে। ৯ উইকেটে স্বাগতিকদের ২৬০ রানের জবাবে ১৯৮ রানে থেমেছে ভারতের ইনিংস।
প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে মিশন শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই মুখ থুবড়ে পড়ল মিতালি রাজ বাহিনী। হ্যামিল্টনের সেডন পার্কে টস জিতে সোফি ডিভাইনের দলকে ব্যাট করতে পাঠিয়ে ছিলেন মিতালি। ডিভাইন (৩০ বলে ৩৫), অ্যামেলিয়া কের (৬৪ বলে ৫০) অ্যামি স্যাটার্থওয়েটের (৮৪ বলে ৭৫) ব্যাটে ভর করে নিউজিল্যান্ড ৯ উইকেটে ২৬০ রান তোলে। ভারতের হয়ে বল হাতে ছাপ রাখেন পূজা বস্ত্রকার। ১০ ওভার বল করে ৩৪ রান দিয়ে তিনি তুলে নেন ৪ উইকেট।
জবাব দিতে নেমে লক্ষ্য অতিক্রম করতে পারেনি ভারত। ৩০ ওভারের মধ্যে ভারতের চার উইকেট চলে যায় মাত্র ৯৭ রানে। দলের প্রথম চার ব্যাটার ইয়াস্তিকা ভাটিয়া ২৮, স্মৃতি মান্ধানা ৬, দীপ্তি শর্মা ৫ ও মিতালি রাজ ৩১ রান করে প্যাভিলিয়নে ফিরেন।
ফলে রীতিমতো চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। পাঁচে নামা হারমানপ্রীত কৌর ডিজাস্টার ম্যানেজমেন্টের কাজে নেমেছিলেন। কিন্তু ৬৩ বলে ঝকঝকে ৭১ রানের ইনিংস খেলে থামতে হয় তাকে। তিনি এদিন হাত শক্ত করার মতো পাশে পাননি কাউকে। বাকিদের মধ্যে রিচা ঘোষ শূন্য, স্নেহ রানা ১৮ ও পূজা বস্ত্রকার ৬ রান করেন।
নিউজিল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নেন লিয়া তাহুহু ও অ্যামেলিয়া কের। দুটি উইকেট পান হেইলি হানসেন। এ জয়ের ফলে ৩ ম্যাচে ৪ পয়েন্ট হল কিউই নারীদের। টেবিলে তাদের অবস্থান দুইয়ে। ৪ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছে অস্ট্রেলিয়ার নারীরা। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ভারত আছে পাঁচ নম্বরে।